দ্রুতগতির পালকী বাস কেড়ে নিলো উখিয়ার খালেকের প্রাণ!

ইমরান আল মাহমুদ, কক্সবাজার জার্নাল :


কক্সবাজার-টেকনাফ শহিদ এটিএম জাফর আলম আরাকান সড়কের রামু তুলাবাগান এলাকায় বাস-অটোরিক্সা সংঘর্ষে একজন নিহত হয়েছে। নিহত ব্যক্তি হলদিয়া পালং ইউনিয়নের পশ্চিম মরিচ্যা বাজার এলাকার আব্দুল খালেক।

রবিবার(৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে দূর্ঘটনাটি ঘটে। সত্যতা নিশ্চিত করে রামু তুলাবাগান ক্রসিং হাইওয়ে থানার এসআই মনসুর জানান,” রবিবার সকালে তুলাবাগান এলাকায় টেকনাফগামী পালকী বাস(যার নং কক্সবাজার-জ ১১-০৩১৬) এর সাথে অটোরিক্সা(মিনি টমটমের) সংঘর্ষ হয়। এতে দুজন গুরুতর আহত হয়। পরে আহত মিনি টমটম চালক আব্দুল খালেক কে আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার সদর হাসপাতাল থেকে রেফার করা হলে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে মারা যায় বলে জানা যায়। দূর্ঘটনা কবলিত গাড়ি দুটি হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে বলে জানান তিনি।”

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়,আব্দুল খালেক প্রতিদিনের মতো জীবিকা নির্বাহের জন্য মিনি টমটম নিয়ে বের হয়। তুলাবাগান এলাকায় দ্রুতগতিতে আসা পালকী বাসের ধাক্কায় গুরুতর আহত হলে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়৷ সেখানে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেলে রেফার করে কর্তব্যরত চিকিৎসক। সেখানে ভর্তির কিছুক্ষণ পর মৃত্যু হয়।

আরও খবর