সোয়েব সাঈদ, রামু :
কক্সবাজারের রামুতে পৃথক সড়ক দূর্ঘটনায় অষ্টম শ্রেণির ছাত্রসহ দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহষ্পতিবার, সকাল ৮ টায় কক্সবাজার-চট্টগ্রাম সড়কের রামু উপজেলার জোয়ারিয়ানালা বাজার ও সকাল সাড়ে ৭ টায় রশিদনগর ইউনিয়নের পানিরছড়া মামুন মিয়ার বাজার এলাকায় এসব দূর্ঘটনা ঘটে।
এতে নিহতরা হলেন, জোয়ারিয়ানালা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের পূর্ব নোনাছড়ি এলাকার আনোয়ার মিয়ার ছেলে জোয়ারিয়ানালা হাজ¦ী মোহাম্মদ সাঁচি উচ্চ বিদ্যালয়ের অস্টম শ্রেণির ছাত্র মো. শাহেদ রানা (১৪) ও রশিদনগর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের পূর্ব হামিরপাড়া গ্রামের মো. বাবুলের ছেলে সাইফুল ইসলাম (৩০)।
জোয়ারিয়ানালা হাজ¦ী মোহাম্মদ সাঁচি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. নাছির উদ্দিন জানিয়েছেন- সকালে প্রাইভেট পড়তে আসার সময় জোয়ারিয়ানালা বাজারের পাশে দাঁড়ানো অবস্থায় অস্টম শ্রেণির ছাত্র মো. শাহেদ রানাকে সজোরে ধাক্কা দেয় কক্সবাজারমুখি যাত্রীবাহি বাস ‘হানিফ’। মূমূর্ষ অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানান। দূর্ঘটনার পর ঘাতক গাড়িটি পালিয়ে যায়।
এরআগে সকাল সাড়ে সাতটায় রামুর রশিদনগর ইউনিয়নের পানিরছড়া মামুন মিয়ার বাজারে মারছা নামক যাত্রীবাহি বাসের সাথে মাহিন্দ্রা গাড়ির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে প্রাণ হারান যুবক সাইফুল ইসলাম। নিহত সাইফুল ইসলাম মাহিন্দা গাড়ির যাত্রী ছিলেন। এ ঘটনায় আশরাফ ও আবদুর রহমান নামের আরও ২ জন যাত্রী আহত হয়েছেন।
রামু ক্রসিং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল বারী ইবনে জলিল পৃথক সড়ক দূর্ঘটনায় ২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন- রশিদনগরে দূর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এছাড়া জোয়ারিয়ানালায় স্কুল ছাত্রকে চাপা দেয়া গাড়িটি আটকের চেষ্টা চলছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-