ইমরান আল মাহমুদ, কক্সবাজার জার্নাল :
উখিয়ায় খোলাবাজারে বিক্রি হচ্ছে অকটেন। অবৈধভাবে অকটেন,ডিজেল ও কেরোসিন বিক্রির সংবাদে অভিযান পরিচালনা করেছে প্রশাসন। সোমবার(২৯ জানুয়ারি) বিকেলে উখিয়া সদর স্টেশনে অভিযান পরিচালনা করে দুটি মামলায় ১০হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সালেহ আহমদ।
সূত্রে জানা যায়, উখিয়ার প্রতিটি স্টেশনে খোলাবাজারে বিক্রি করছে অকটেন, ডিজেল ও কেরোসিন। পেট্রোল পাম্প ব্যতীত এসব তৈলজাতীয় দাহ্য পদার্থ বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ।
অভিযানে অকটেন বিক্রির দায়ে জরিমানা করা হয় দুই দোকানদারকে। তারা কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় জরিমানা আদায় করে উপজেলা প্রশাসন।
উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সালেহ আহমদ জানিয়েছেন,” গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অবৈধভাবে খোলাবাজারে অকটেন বিক্রির দায়ে পেট্রোলিয়াম আইনে দুটি মামলায় ১০হাজার টাকা জরিমানা আদায় করা হয়। যদি খোলাবাজারে অকটেন বিক্রি করতে হয় তখন লাইসেন্স লাগবে। পেট্রোল পাম্প ব্যতীত এসব দাহ্য পদার্থ বিক্রির কোনো অনুমতি নেই। পর্যায়ক্রমে সকল স্টেশনে অভিযান পরিচালনা করা হবে।”
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-