বিশেষ প্রতিবেদক :
যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম বেনারনিউজে ২০২২ সালের ২৪ আগষ্ট প্রকাশিত ‘মেমোরিস অব হোম’ সিরিজের জন্য ‘দ্য টেলি অ্যাওয়ার্ড’ পেলেন কক্সবাজারের টেকনাফের সাংবাদিক আব্দুর রহমান।
২০২৩ সালের মে মাসে যুক্তরাষ্ট্রের ‘দ্য টেলি অ্যাওয়ার্ডে তিন ক্যাটাগরীতে পুরস্কৃত হয় এই ভিডিও সিরিজ। শনিবার ঢাকার একটি তারকা হোটেলে এ অ্যাওয়ার্ড তুলে দেন বেনারনিউজে’র ভিডিও প্রধান এমা।
এসময় তিনি ব্যবস্থাপনা সম্পাদক কেট বেডাল, সিরিজের সাথে জড়িত সহকর্মী ও শুভাকাঙ্ক্ষী’সহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সাংবাদিক আব্দুর রহমান বলেন, এই সীমান্ত জনপদে দেড় যুগের কাছাকাছি সময় ধরে নানা ধরনের ঝুঁকি কাঁদে নিয়ে সাংবাদিকতায় আছি, এবং সবসময় সকলের ভালোবাসাও পেয়েছি, বস্তুনিষ্ঠভাবে মানুষের কাছে সংবাদ পৌঁছে দেওয়ায় আমার মূল লক্ষ্য। আশা করি ভবিষ্যতেও সকলের সমর্থন পাবো।
এছাড়াও ২০১৮ সালে দেশের শীর্ষ ‘দৈনিক সমকাল ‘ এর দেশ সেরা প্রতিনিধি নির্বাচিত হয়ে আবদুল হাকিম শিমুল পদক’সহ অসংখ্য পুরস্কার পান তিনি। বর্তমানে ‘দৈনিক সমকাল’ ‘বাংলা ট্রিবিউন’ ও বেনারনিউজে’র প্রতিনিধি হিসেবে কাজ করছেন সাংবাদিক আব্দুর রহমান।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-