টেকনাফে অপহরণের চেষ্টায় ব্যর্থ হয়ে সন্ত্রাসীদের গুলি ও রডের আঘাতে রক্তাক্ত যুবক!

গিয়াস উদ্দিন ভুলু, কক্সবাজার জার্নাল :

কক্সবাজার-টেকনাফে প্রকাশ্যে দিবালোকে অপহরণের চেষ্টা ব্যর্থ হয়ে অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলিতে এক যুবক রক্তাক্ত।

২৭ জানুয়ারি (শনিবার) বিকাল ৫টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউপির রঙ্গীখালী স্কুল পাড়া সংলগ্ন এলাকাতে উক্ত ঘটনাটি সংঘটিত হয়।

গুলিবিদ্ধ পরিবার ও স্থানীয়রা,গণমাধ্যমকর্মীদের জানিয়েছেন শনিবার বিকাল ৫টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউপির রঙ্গিখালী স্কুল পাড়া সংলগ্ন জনৈক নুরু সওদাগরের দোকানের সামনে থেকে একদল স্বশস্ত্র সন্ত্রাসী রঙ্গিখালী লামার পাড়ার ইসমাঈল হাজীর তৃতীয় পুত্র মোহাম্মদ ইলিয়াছ (৩০) কে অপহরণ করে পাহাড়ের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় জনতা জড়ো হয়ে ভিকটিম ইলিয়াছকে উদ্ধার করার জন্য সন্ত্রাসীদের বাঁধা প্রদান করে।

এরপর সন্ত্রাসীদের অপহরণের চেষ্টা ব্যর্থ হলে ক্ষিপ্ত সন্ত্রাসীরা ইলিয়াছকে লক্ষ্য করে লোহার রড দিয়ে হাতে পায়ে আঘাত করে এবং গুলিবর্ষণ করে কৌশলে পাহাড়ের দিকে পালিয়ে যায়।

এদিকে গুলিবিদ্ধ ইলিয়াছকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে উপস্থিত জনতা তাকে উদ্ধার করে হ্নীলা ইউপির লেদা আইএমও হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করে দেয়।

এ বিষয়ে হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী গণমাধ্যমকর্মীদের জানিয়েছেন, তিনি অত্র এলাকার বাহিরে আছেন, তবে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে স্থানীয় জনতার কাছ থেকে জানতে পেরেছি।

তিনি আরো বলেন,সাম্প্রতিক সময়ে আমার ইউনিয়নে বেশ কয়েকটি ঘটনা সাধারণ মানুষকে আতংকিত করে তুলেছে। সংঘটিত ঘটনা গুলোর সাথে জড়িত অপরাধীদের আইনের আওতাই নিয়ে আসার জন্য সংশ্লিষ্ট আইন-শৃংখলা বাহিনীর সু-দৃষ্টি কামনা করছেন বলেও জানান তিনি।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ওসমান গণি বলেন,উক্ত ঘটনার বিষয়ে কোন অভিযোগ এখনো পায়নি।
তবে ঘটনাটি কি কারনে সংঘটিত হয়েছে তার আসল রহস্য বের করে জড়িত অপরাধীদের ধরতে পুলিশের গোয়েন্দা নজরদারী অভিযান অব্যাহত আছে বলেও জানান এই কর্মকর্তা।###

আরও খবর