আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল :
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান।
তিনি শনিবার দুপুরে উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে যান। এসময় প্রতিমন্ত্রীর সাথে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান, কক্সবাজারস্থ শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মিজানুর রহমান, সিপিপি পরিচালক মো. আহমদুল হক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত ১৪ এপিবিএন এর সহ অধিনায়ক পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানান, প্রতিমন্ত্রী দুপুর ১ টার পরপরই ৪ নম্বর ক্যাম্পে পৌঁছে এ/১১ বক্লে অবস্থিত বিশ্ব খাদ্য সংস্থা পরিচালিত ই-ভাউচার কেন্দ্র পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে আলাপ করে এই কার্যক্রম সম্পর্কে ধারণা নেন। এরপর মন্ত্রী রোহিঙ্গাদের ডাটা কার্ডের মাধ্যমে নিত্য প্রয়োাজনীয় রেশন সামগ্রী উত্তোলন এর পদ্ধতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এরপরই এনজি ফোরামের পয়ঃনিষ্কাশন এবং বর্জ্য শোধনাগার পরিদর্শন করেন। এসময় উক্ত প্ল্যান্টের কর্মকর্তারা মানব বর্জ্য সংগ্রহ এবং শোধন পদ্ধতি সম্পর্কে ধারণা দেন এবং রোহিঙ্গা ক্যাম্পের পরিবেশ রক্ষায় এধরণের প্রকল্পের গুরুত্ব তুলে ধরেন।
তিনি জানান, দুপুর ২ টার পর ৮ নম্বর ক্যাম্পের এ/১৬ বøকে এনজিও সংস্থা এমএসএফ হল্যান্ড পরিচালিত ফিল্ড হাসপাতাল পরিদর্শন করেন এবং হাসপাতালের কার্যক্রম সম্পর্কে অবগত হন। এরপরই তিনি সিআইসি অফিস সংলগ্ন ওয়াচ টাওয়ার থেকে রোহিঙ্গা ক্যাম্পের সার্বিক দৃশ্য অবলোকন করেন। দুপুর আড়াইটার পর প্রতিমন্ত্রী রোহিঙ্গা ক্যাম্প ত্যাগ করেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-