চট্টগ্রামে বিয়েতে অতিথি সেজে চুরি করতেন ২ রোহিঙ্গা

চট্টগ্রাম :

দুই রোহিঙ্গা সহ আটক ৩

চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠানে অতিথি সেজে চুরির অভিযোগে দুই রোহিঙ্গাসহ তিনজনকে গ্রেফতার করেছে নগরের বাকলিয়া থানা পুলিশ। মঙ্গলবার তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন থানার ওসি আফতাব হোসাইন।

এর আগে, একটি কমিউনিটি সেন্টার থেকে তিনজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- জেনি বেগম ওরফে রাশিদা বেগম ওরফে কালাবাহারনি, মামুনান্নি ও নুর মোহাম্মদ। এরমধ্যে কালাবাহারনি ও মামুনান্নি রোহিঙ্গা নাগরিক বলে জানায় পুলিশ। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে চট্টগ্রামে থাকতেন তারা।

ওসি আফতাব হোসাইন বলেন, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ চক্র। তারা অতিথি সেজে নগরের বিভিন্ন কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠানে গিয়ে অতিথিদের কাছ থেকে কৌশলে টাকা, মোবাইল, স্বর্ণালংকারসহ দামি জিনিসপত্র চুরি করতেন।

একই অভিযোগে সোমবার রাতে একটি কমিউনিটি সেন্টার থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে অতিথিদের চুরি করা সাড়ে চার হাজার টাকা, একটি মোবাইল ফোন ও একজোড়া সোনার কানের দুল উদ্ধার করা হয়। এছাড়া চুরির কাজে ব্যবহৃত একটি অটোরিকশাও উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলার পর মঙ্গলবার তাদের আদালতে পাঠানো হয়েছে।

আরও খবর