পাটুরিয়া ঘাটের কাছে যাত্রীবাহী গাড়ি নিয়ে ডুবে গেছে রজনীগন্ধা নামে একটি ফেরি। ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএ’র উদ্ধারকারী দলের সাথে উদ্ধার কাজ চালাচ্ছেন স্থানীয়রা।
ফায়ার সার্ভিস সূত্রে এ তথ্য জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রজনীগন্ধা ফেরিটি কুয়াশার কারণে নদীর চরে আটকা ছিল। একটি বালিবাহী বাল্কহেডের ধাক্কায় ফেরিটি ডুবে যায়। ফেরিটিতে যাত্রীবাহী বাসসহ ৮ থেকে ১০টি গাড়ি ছিল বলে ধারণা করা হচ্ছে। শতাধিক যাত্রী ফেরিতে ছিল। ফেরি ডুবে যাওয়ার সময় অনেকে সাঁতরাতে থাকলে ছোটবড় বিভিন্ন সাহায্যকারী নৌকায় করে কিছু যাত্রীকে উদ্ধার করা হয়।
এ ঘটনায় হতাহতের আশঙ্কা করছে স্থানীয়রা।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-