টেকনাফে মেম্বার পুত্রসহ দুই মাদক কারবারী আটক!

গিয়াস উদ্দিন ভুলু, কক্সবাজার জার্নাল :

টেকনাফে কর্মরত ডিএনসি সদস্যরা দুই মাদক পাচারকারী আটক করেছে। এসময় ইয়াবাসহ বহনকারী একটি বাস জব্দ করা হয়েছে।

১৩ জানুয়ারী (শনিবার) বিকালের দিকে কক্সবাজার-টেকনাফ হোয়াইক্যং’এর সড়কে পায়রা সার্ভিস নামক যাত্রীবাহি একটি বাসে তল্লাশী অভিযান পরিচালনা করে অভিনব কায়দায় লুকায়িত ১৬ হাজার হাজার ইয়াবাসহ পাচারে জড়িত বাসটির ড্রাইভার ও হেলপারকে আটক করতে সক্ষম হয়। এসময় মাদক বহনে ব্যবহার হওয়া জ-১১-০২৩৬ নং যাত্রীবাহি বাসটিও জব্দ করা হয়েছে।

ধৃত দুই পাচারকারী হচ্ছে- হোয়াইক্যং ইউপি উত্তর কাঞ্জর পাড়া ৫নং ওয়ার্ড’র সাবেক ইউপি সদস্য আব্দুর রহমানের পুত্র ড্রাইভার মফিজুল আলম (৪৪) ও বালুখালী ৯নং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মৃত ছৈয়দ আহামেদ পুত্র হেল্পার হাবি উল্লাহ(৪১)।

১৪ জানুয়ারী (রবিবার) অভিযানটির সত্যতা নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা মুকুল।

তিনি বলেন, ধৃত দুই মাদক পাচারকারী স্বীকার করেছে দীর্ঘদিন ধরে জব্দকৃত বাসটি ব্যবহার করে মাদক ব্যবসা চালিয়ে আসছিলো।

তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান ডিএনসি এই কর্মকর্তা।

আরও খবর