গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল :
সীমান্ত প্রহরী ২ বিজিবি সদস্যরা কক্সবাজার টেকনাফের শাহপরীর দ্বীপে একটি অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ীদের ফেলে যাওয়া ৭০ হাজার ইয়াবাভর্তী একটি প্লাস্টিকের ব্যাগ উদ্ধার করেছে।
৯ জানুয়ারি (মঙ্গলবার) ভোর ৬টার দিকে টেকনাফ শাহপরীর দ্বীপ বিওপিতে কর্মরত সদস্যরা মিয়ানমার থেকে পাচার হয়ে আসা মাদকের এই চালানটি উদ্ধার করতে সক্ষম হয়। তবে মাদের চালামটির সাথে জড়িত কোন মাদক ব্যবসায়ীকে আটক করতে পারেনি বিজিবি।
বিজিবি জানায়, মিয়ানমার হতে মাদকের একটি চালান দ্বীপ উপকুলে প্রবেশ করার গোপন সংবাদ পেয়ে বিজিবির একটি টহল দল দ্বীপ সংলগ্ন এলাকা বেড়িবাঁধ এবং নাফনদীতে কৌশলগত অবস্থান গ্রহণ করে। কিছুক্ষণ পর ২/৩জন ব্যক্তি একটি কাঠের নৌকা নিয়ে সীমান্তের শূণ্য লাইন ক্রস করে বাংলাদেশের অভ্যন্তরে দ্বীপের জালিয়াপাড়া নামক নাফনদীর তীরের দিকে আসতে দেখে।
এরপর বিজিবির অভিযানিক দল নৌকাটিকে চ্যালেঞ্জ করলে নৌকায় থাকা পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে তাদের সাথে থাকা একটি ব্যাগ নদীতে ফেলে দিয়ে নৌকা হতে লাফিয়ে সু-কৌশলে পার্শ্ববর্তী গ্রামের ভিতরের দিকে পালিয়ে যায়। এরপর উক্ত এলাকাটি তল্লাশী করে তাদের ফেলে যাওয়া একটি প্লাস্টিকের ব্যাগ থেকে ৭০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানায় বিজিবি।
আটক-বিহীন মাদক উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ (বিজিবিএমএস)।
তিনি আরো জানান, পালিয়ে যাওয়া মাদক ব্যবসায়ীদের সনাক্ত করে আইনের আওতাই নিয়ে আসার জন্য অত্র ব্যাটালিয়ন কর্মরত গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে। ###
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-