চট্টগ্রামে ভোটের দিনে প্রকাশ্যে গুলি ছোড়া সেই যুবক

চট্টগ্রাম :

চট্টগ্রাম নগরের খুলশী থানা এলাকায় ভোটের দিনে প্রকাশ্যে গুলি ছোড়া শামীম আজাদ ওরফে ব্লেড শামীমকে আটক করেছে র‍্যাব। তার কাছ থেকে একটি বিদেশি আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়।

সোমবার দিবাগত রাত ১০টার দিকে বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার। তিনি বলেন, ভোটের সময়ে গুলিবর্ষণকারী শামীমকে সীতাকুণ্ড উপজেলা থেকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এর আগে ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সকালে চট্টগ্রাম-১০ আসনের আওতাধীন কেন্দ্র পাহাড়তলী কলেজের সামনে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় আগ্নেয়াস্ত্র হাতে গুলি করতে দেখা যায় শামীমকে। তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্থানীয় কাউন্সিলর ওয়াসিম উদ্দিনের অনুসারী বলে জানা গেছে। যদিও কাউন্সিলর ওয়াসিম বিষয়টি অস্বীকার করেছেন।

আরও খবর