নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজার ৪ (উখিয়া,-টেকনাফ) আসনে স্বতন্ত্র প্রার্থীর আবরণে টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল বশর ভোট বর্জন করেছেন।
রবিবার (৭ জানুয়ারি) বিকাল ৩ টার সময় উখিয়ার কোটবাজারে এক সংবাদ সম্মেলন করে বলেন সকালে ২/৩ ঘন্টা সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চললেও বেলা বাড়ার সাথে সাথে নৌকার প্রতীক শাহীন আক্তারের সমর্থক ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা জাল ভোট প্রদান, কেন্দ্র দখল করে ভোট ডাকাতি, ঈগল প্রতীকের এজেন্টদের মারধর করে কেন্দ্র থেকে বের করে দেওয়ার প্রতিবাদে নুরুল বশর ভোট বর্জন ঘোষণা করেন।
তিনি আরো বলেন, বিষয়টি রিটার্নিং অফিসার, সহকারী রির্টারিং কর্মকর্তা ও কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তাদের অনিয়মের বিষয়টি বারবার অবহিত করেও তিনি কোন প্রতিকার ও প্রশাসনের সহযোগিতা পায়নি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এইটা কোন ধরনের নির্বাচন না, নির্বাচনের নামে তামাশা এবং প্রার্থীদের হয়রানি করার নির্বাচন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-