রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র সহ যুবক আটক

আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল :

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র ও গুলি সহ আব্দুল শুক্কুর (২৯) নামের এক যুবককে আটক করেছে এপিবিএন।

৭ জানুয়ারি (রবিবার) দুপুরে উখিয়ার ৬ নম্বর ক্যাম্পে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন, ১৪ এপিবিএন এর সহ অধিনায়ক পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল।

আটক আব্দুল শুক্কুর ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের আব্দুর রহিমের ছেলে।

পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ/৬ ব্লক থেকে ১টি ওয়ান শুটার গান এবং ২ রাউন্ড রাইফেলের গুলিসহ এ যুবককে আটক করা হয়। আটকের বিরুদ্ধে মামলা করে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।

আরও খবর