পালংখালীতে মুক্তিযুদ্ধ ছাত্র মঞ্চের সভাপতি হেলাল, সম্পাদক জহির!

প্রেস বিজ্ঞপ্তি :

মুক্তিযুদ্ধ ছাত্র মঞ্চ পালংখালী ইউনিয়ন শাখার ৭ সদস্যের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

শনিবার (৬ জানুয়ারি) সংগঠনটির উখিয়া উপজেলা সভাপতি ওসমান গনি ও সাধারণ সম্পাদক মো. সাদেক হোসেন উদ্দিন আগামী এক বছরের জন্য কমিটি অনুমোদন করেন।

এতে হেলাল উদ্দিনকে সভাপতি ও জহির উদ্দিন মোহাম্মদ বাবুকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

এছাড়াও সাহেদ উদ্দিন ও আজিজুর রহমানকে সহ-সভাপতি, জিল্লু রহমান ও মো. সোহানকে যুগ্ন সাধারণ সম্পাদক এবং মুবিনুল ইসলাম মাহিনকে সাংগঠনিক সম্পাদক করে কমিটি অনুমোদন দেওয়া হয়।

নবনির্বাচিত সভাপতি হেলাল উদ্দিন জানান, ‘মুক্তিযুদ্ধের স্ব-পক্ষের শক্তি হয়ে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে চাই।’

আরও খবর