উখিয়ায় সেচ মিটার বসাতে ৬৬ হাজার টাকা দাবীর অভিযোগ!

মুহাম্মদ হানিফ আজাদ, উখিয়া :


উখিয়ায় বুরো মৌসুমে পল্লী বিদ্যুৎ থেকে সেচ মিটার নিতে লাগবে ৬৬ হাজার টাকা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১ ইঞ্চি জমি ও চাষাবাদে বাহিরে না রাখার জন্য বলা হলেও পল্লী বিদ্যুৎ ইন্সপেক্টর গোপাল বাবু ১টি সেচ মিটারের জন্য ৫০ হাজার টাকা জমা নিলেও লাইন বসাতে আরো ১৬ হাজার টাকা দাবি করছে বলে অভিযোগ উঠেছে।

বলতে গেলে পল্লী বিদ্যুৎ দূনর্ীতির পরিনীতি হয়েছে। উখিয়া ৬৮ হাজার গ্রাহকের চরম দূভোর্গ পোহাতে হচ্ছে ঐ পল্লী বিদ্যুৎ এর ইন্সপেক্টর।

উখিয়ায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে জানা গেছে, বড় মৌসুমে ২৭ হাজার কৃষক বুরো ধানের চাষ করবে। ইতিমধ্যে উখিয়া কৃষি অফিস থেকে ৪ হাজার ৫শ জন কৃষককে ধানে বীচ প্রদান করেছে। সেচ মিটার না পাওয়ায় অনেক কৃষকের বীচ তলা নষ্ট হয়ে যাচ্ছে পানির অভাবে। রাজাপালং ইউনিয়নে পূর্ব দরগাহ বিল গ্রামের মৃত ফকির আহাম্মদের ছেলে ইতি মধ্যে সেচ মিটারের জন্য ৫০ হাজার টাকা জমা দিয়ে পল্লী বিদ্যুৎ অফিসে। এখনো বিদ্যুৎ সংযোগ পায়নি।

ইন্সপেক্টর গোপাল বাবু বলেছে, আরো ১৬ হাজার টাকা দরকার। অভিযুক্ত গোপাল বাবু একথা অস্বীকার করেন। এব্যাপারে জানতে চাইলে পল্লী বিদ্যুৎ এর ডিজিএম কোন মন্তব্য করতে রাজি হয়নি।

আরও খবর