নিজস্ব প্রতিবেদক :
নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে কাজ করায় এম. বদরুদ্দিন মাস্টার নামে উখিয়া উপজেলা বিএনপির আরেক নেতাকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ হাসান সিদ্দিকীর পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এম. বদরুদ্দিন মাস্টার উখিয়া উপজেলা বিএনপির উপদেষ্টা। তাকে বিএনপির সব পদসহ প্রাথমিক সদস্য পদ থেকেও বহিষ্কার করা হয়েছে।
বিজ্ঞপ্তি বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বিরোধী তৎপরতায় লিপ্ত হয়ে বর্তমান সরকারের ডামি নির্বাচনে নৌকার প্রার্থীর পক্ষে সরাসরি অংশ নিয়েছেন বদরুদ্দিন মাস্টার। বিএনপি গণতান্ত্রিক এক দফার আন্দোলনে ব্যাঘাত সৃষ্টি ও দলের সাংগঠনিক সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থানের অভিযোগে তাকে উখিয়া উপজেলা বিএনপির উপদ্ষ্টোসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়।
কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না এ বহিষ্কারাদেশ অনুমোদন করেন বলে জানিয়েছেন কক্সবাজার জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ হাসান সিদ্দিক।
এরআগে কক্সবাজার-৩ এবং কক্সবাজার-৪ আসনে নৌকার প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় দুই নেতাকে বহিষ্কার করা হয়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-