ইমরান আল মাহমুদ, কক্সবাজার জার্নাল :
উখিয়া উপজেলার রাজাপালং, রত্নাপালং ও জালিয়াপালং ইউনিয়নের বনাঞ্চলের কাঠ চিরাই যেনো থামছেই না। প্রতিনিয়ত বন উজাড় করে করাতকল স্থাপন করে চিরাই করা হচ্ছে শত শত ঘনফুট বনজ কাঠ।
রবিবার(৩১ ডিসেম্বর) সকাল ১১টায় কোর্টবাজার পূর্ব পাশে মধ্য রত্নাপালং এলাকায় অবৈধভাবে করাতকলে কাঠ চিরাইয়ের খবরে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। উখিয়া থানা ও বনবিভাগের সহযোগিতায় পরিচালিত অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সালেহ আহমদ। অভিযানে উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম সহ স্টাফবৃন্দ উপস্থিত ছিলেন।
অভিযান পরিচালনার সময় স’মিলে চিরাইয়ের জন্য মজুদ রাখা ২শ ৫০ ঘনফুট কাঠ জব্দ করে উখিয়া রেঞ্জ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। স’মিলের মেশিন ও আনুষঙ্গিক যন্ত্রাংশও জব্দ করা হয়। তবে অভিযানের খবর পেয়ে পালিয়ে যাওয়ায় ঘটনাস্থল থেকে কাউকে গ্রেফতার করতে পারেনি প্রশাসন।
অভিযানের সত্যতা নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সালেহ আহমদ বলেন,” গোপন সংবাদের ভিত্তিতে মধ্য রত্নাপালং এলাকায় অবৈধভাবে গড়ে উঠা একটি করাতকল উচ্ছেদ করা হয়। এছাড়া আড়াইশ ঘনফুট কাঠ ও স’মিলের অন্যান্য যন্ত্রাংশ জব্দ করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-