বার্তা পরিবেশক :
গত ৩০ই ডিসেম্বর ২০২৩ ইংরেজী কক্সবাজার স্থানীয় দৈনিক আলোকিত উখিয়া ও কয়েকটি ভুয়া ফেসবুক আইডিতে “নির্বাচনকে ঘিরে কক্সবাজারে বড় ধরণের নাশকতার ছক আকঁছেন বশির” শীর্ষক প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে।
সংবাদে আমাকে জড়িয়ে জঘন্য মিথ্যা ও বানোয়াট উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশ করা হয়েছে যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
আমি ২০১৭ ইং সালে চীনের একটি বিখ্যাত ইউনিভার্সিটিতে মেকানিক্যাল বিষয়ে চায়না সরকার কর্তৃক স্কলারশীপ পেয়ে পাড়ি জমায়। বর্তমানে একই ইউনিভার্সিটিতে একই বিষয়ে এমএসসিতে অধ্যয়নরত আছি। কয়েক বছর পর পর দেশের টানে বেড়াতে আসি আবার পড়ালেখার তাগিদে চলে যায়।
গত ৫ই ডিসেম্বর আমি বাংলাদেশে বেড়াতে আসি। সম্প্রতি আমার পৈত্রিক ভিটা বাড়ি ও যায়গা সম্পদ নিয়ে আমার আত্বীয় স্বজনের সাথে আমার পরিবারের সামান্য ভুল বুঝাবুঝি চলমান। তারই মধ্যে হঠাৎ আমাকে উদ্দ্যেশ্য করে একটি সংবাদ প্রকাশ করে আমাকে ঘায়েল করতে কালো টাকা নিয়ে মাঠে নেমেছে আমার প্রতিপক্ষ। যে সংবাদে আমি এবং আমার পরিবার হতভম্ব হয়েছি। আপনারা অবশ্যই অবগত যে, বিশে^র অন্যতম শীর্ষ দেশ চায়না কোন ক্যাটাগরির শিক্ষার্থীদের স্কলারশীপ দিয়ে থাকেন। কোন সন্ত্রাস ও রাষ্ট্র বিরোধী কর্মকান্ডে লিপ্ত ব্যক্তিদের স্কলারশীপ দিবে কি না তা আপনাদের কাছে প্রশ্ন রাখলাম।
আমি হলফ করে বলতে পারি, বাংলাদেশের সর্ব আদালতে আমার বিরুদ্ধে কোন মামলা ও হামলার কোন অভিযোগ বা মোকদ্দমা নেই। সংবাদে যে মামলা উল্লেখ করা হয়েছে তা তৎসময় রাষ্ট্রীয় প্রতিহিংসার সারা বাংলাদেশে গায়েবী মামলার একাংশ যেটি বিজ্ঞ আদালত আমাকে খালাস প্রদান করেছেন। প্রকাশিত সংবাদে উল্লেখিত বিভিন্ন অপরাধমূলক সংগঠনের সঙ্গে আমার কোন রকম সম্পর্ক দূর চেনা জানাও নেই।
আমার প্রতিপক্ষ সাংবাদিক ভাইদের মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। উক্ত সংবাদে আমার বক্তব্য নিয়ে সংবাদ প্রকাশ করা হয়নি এটি অবশ্যই সাংবাদিকতা ইথিকসে পড়েনা। আমার প্রশাসনের প্রতি অনুরোধ উক্ত মিথ্যা সংবাদে বিভ্রান্ত না হতে। পরবর্তী এমন বিভ্রান্তিকর কোন সংবাদ প্রকাশ করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আমি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবো।
প্রতিবাদকারী
বশির আহমদ
পিতা-মৃত হাজ্বী হাকিম আলী
হলদিয়া পালং, উখিয়া, কক্সবাজার।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-