বাইপাস সড়কে পাহাড় কেটে বহুতল ভবন নির্মাণ, নিরব প্রশাসন

নিজস্ব প্রতিবেদক :


কক্সবাজারের বাইপাস সড়ক সংলগ্ন বিকাশ বিল্ডিং এলাকায় দীর্ঘদিন ধরে পাহাড় কেটে সমতল করছে একটি চক্র। সমতল করা জায়গায় বর্তমানে বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, এক সময় পাহাড়ি জনপদ ছিল বাইপাস সড়ক। অনেকেই বিশ্বরোড বলেও অভিহিত করে। কালের আবর্তে হারিয়ে গেছে ওই এলাকার জৌলুস।

পাহাড়খেকোরা মিলেমিশে সাবাড় করেছে বড় বড় পাহাড়। বর্তমানে বিকাশ বিল্ডিংয়ের পশ্চিম পাশের গলিতে বড় একটি পাহাড় কেটে প্লট আকারে বিক্রি করা হয়েছে। গলির শেষ মাথায় নতুন করে একটি পাহাড় নির্বিচারে কেটে সম্পূর্ণ ন্যাড়া করা হয়েছে। অবশিষ্ট পাহাড়ের টিলা ত্রিপল দিয়ে আড়াল করার চেষ্টা করা হচ্ছে। পাহাড়টির পাদদেশ সমতল করে সেখানে গড়ে উঠছে বহুতল ভবন।

অভিযোগ রয়েছে, বিভিন্ন দপ্তরকে ম্যানেজ করে প্রবাসী ইলিয়াস নামের এক ব্যক্তি পাহাড় কেটে ওই ভবন নির্মাণ করছে। তবে তিনি প্রবাসে থাকলেও সবকিছু দেখাশুনা করেন শাহ আলম নামের এক ব্যক্তি। তিনিই মূলতঃ নেপথ্যের মূল কারিগর। সাংবাদিকসহ সব মহলকে তিনিই ম্যানেজ করেন।

অভিযোগের বিষয়ে কেয়ারটেকার শাহ আলম বলেন, এটি খাস জমি নয়, অন্যজনের খতিয়ানভুক্ত মাথাঘিলা। পাহাড় আগে কাটা হয়েছে। এখন আর এখানে পাহাড়ের চিহ্ন নেই। তিনি প্রতিবেদককে নিউজ না করে বিভিন্ন ব্যক্তির মাধ্যমে ম্যানেজের চেষ্টা করেন।

পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের উপ—পরিচালক মোহাম্মদ নুরুল আমিন বলেন, পরিবেশ অধিদপ্তরের টিম সেখানে অভিযান চালাবে। জড়িত চক্রের সদস্যদের আইনের আওতায় আনা হবে।

কক্সবাজার উন্নয়ন কতৃর্পক্ষের চেয়ারম্যান কমোডর নুরুল আবছার বলেন, পাহাড় কেটে ভবন নির্মাণের কাউকে অনুমোদন দেওয়া হয়নি। বিষয়টি গুরুত্বে সাথে দেখা হবে। কোন দপ্তরকে ম্যানেজ করা হয়েছে তা খতিয়ে দেখা হবে।

আরও খবর