ইমরান আল মাহমুদ, উখিয়া:
নতুন শিক্ষাক্রমের উপজেলা পর্যায়ের অষ্টম ও নবম শ্রেণির বিষয়ভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রম উখিয়ায় সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণটি শুরু হয় ১৮ ডিসেম্বর। ৭ দিন প্রশিক্ষণ শেষে ২৪ ডিসেম্বর সম্পন্ন হয় আনুষ্ঠানিকভাবে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীনস্থ ডিসেমিনেশন অব নিউ কারিকুলাম স্কিমের বাস্তবায়নে অনুষ্ঠিত প্রশিক্ষণে উপজেলার ৩৯ টি শিক্ষা প্রতিষ্ঠানের তিনশত আটাত্তর জন শিক্ষক অংশ নেন। উখিয়া বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয়ের শ্রেণীকক্ষে সাতদিনে দশটি বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান করা হয়।
প্রশিক্ষণ সম্পন্ন করা শিক্ষকরা বলেন,” আমরা প্রথমে নতুন কারিকুলাম কঠিন মনে করছি এবং অনেকসময় হাস্যকর মনে হয়েছিলো। কিন্তু প্রশিক্ষণ নেওয়ার পর জানতে পেরেছি সবচেয়ে বাস্তবধর্মী শিক্ষার আলো ছড়াতে নতুন কারিকুলাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কেননা, নতুন কারিকুলামে সকল বিষয়ে ব্যবহারিক রয়েছে। যার ফলে শিক্ষার্থীরা তাদের লক্ষ্যে দ্রুত পৌঁছাতে সক্ষম হবে।”
সমাপনী দিনে ১০ টি বিষয়ের উপর প্রদান করা নতুন কারিকুলামের প্রশিক্ষণ পরিদর্শন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ বদরুল আলম ও উখিয়া বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন সিরাজী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ।
উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ বদরুল আলম বলেন,”আমরা সর্বাত্মক চেষ্টা করেছি শিক্ষকদের মাঝে নতুন কারিকুলাম বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার।”
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ বলেন, “উপজেলার ৩শ ৭৮ জন শিক্ষকদের ১০টি বিষয়ের উপর নতুন কারিকুলামে প্রশিক্ষণ প্রদান সম্পন্ন করতে পেরেছি। প্রশিক্ষণের অর্জিত অভিজ্ঞতা স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিয়ে পাঠদান সম্পন্ন করবে সে প্রত্যাশা। সরকারের এ পরিকল্পনা সকলের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠছে। আশা করছি দেরিতে হলেও বাস্তবধর্মী এ শিক্ষাব্যবস্থা সকলের উপকারে আসবে।”
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-