চকরিয়া প্রতিনিধি :
কক্সবাজারের চকরিয়ায় মামার হাতে ভাগ্নী হত্যার চাঞ্চল্যকর মামলার আসামি বশির আহমদ (২৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৩ ডিসেম্বর) গভীররাতে কাকরা ইউপিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। সে চকরিয়ায় ৮নং ওয়ার্ডের মৃত আবু সৈয়দের ছেলে।
রোববার দুপুরে চকরিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২০২০ সালে পারিবারিক বিরোধের জেরে চকরিয়ায় তার ভাগ্নী শারমীনকে হত্যা করে। এ ঘটনায় চকরিয়ায় থানায় একটি মামলা দায়ের করা হয়। যার মামলা নং জিআর -৪০১/২০। মামলা রুজু হওয়ার পর থেকে দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে আত্মগোপন করেছিল।।
সর্বশেষ গোপন সংবাদের ভিত্তিতে হারবাং পুলিশ ফাঁড়ির এসআই মহসিন চৌধুরীর সঙ্গীয় এএসআই রাজীব ধর, এএসআই সোলেমান খাঁন ফোর্সসহ কাকরা ইউপিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন : চকরিয়ায় আবারো সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার!
ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বশির আহমদ হত্যার দায় স্বীকার করেছে এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৮ (রোববার) ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. খোকন প্রকাশ গুরা মিয়াকে (৩৮) ও শুক্রবার (২২ ডিসেম্বর) বন মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি জাফর আলম (৫০) কে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে হারবাং পুলিশ ফাঁড়ির আভিযানিক দল।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-