নিজস্ব প্রতিবেদক :
টেকনাফের বাহারছড়া ইউনিয়নের সমুদ্র সৈকতের ঝাউবাগানের ভেতর থেকে বালি চাপা দেওয়া অজ্ঞাত অর্ধগলিত একটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার কোনো ধরনের পরিচয় পাওয়া না গেলেও আনুমানিক বয়স ২৮-৩০বছর পর্যন্ত হতে পারে।তার পরনে ছিল জিন্স প্যান্ট ও গেন্জি।
শুক্রবার বেলা ২টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের পুরানপাড়ার গুচ্ছগ্রাম সংলগ্ন মেরিন ড্রাইভ সড়কের ঝাউ বাগানে বালি চাপা অবস্থায় অর্ধগলিত মরদেহটি উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রে পরিদশক মশিউর রহমান।
তিনি জানান, শুক্রবার বেলা ১২টার দিকে স্থানীয় জেলেরা ঝাউবাগানের ভিতর দিয়ে সাগরে মাছ শিকার করতে যাওয়ার সময় বালি চাপা অবস্থায় একটি মরদেহের পা দেখতে পায়। তারা সঙ্গে সঙ্গে বিষয়টি ফোন করে স্থানীয় পুলিশকে খবর দেয়। খবর পেয়ে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্র থেকে একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করার পর মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-