আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল :
কক্সবাজারের উখিয়ায় ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা এবং মাদক বিক্রির সাড়ে ৩৩ হাজার নগদ অর্থসহ এক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড একশ্যান ব্যাটালিয়ন র্যাব -১৫।
গতকাল ১৯ ডিসেম্বর (মঙ্গলবার) বিকেল সাডে ৫টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের পূর্ব ফাড়ির বিল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী।
তিনি জানান, র্যাব-১৫, আভিযানিক দলের গোয়েন্দা তৎপরতা ও নজরদারীর প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে মাদক মজুদের খবরে পালংখালীর পূর্ব পাড়ির ভিল সর্দার বাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যাওয়ার প্রাক্কালে এক মাদক কারবারি র্যাবের হাতে ধৃত হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ এবং তার সাথে থাকা বস্তা তল্লাশী করে একলাখ ৬০ হাজার ইয়াবা ও মাদক বিক্রির নগদ সাড়ে ৩৩ হাজার টাকা উদ্ধার করা হয় এবং ১টি এন্ড্রয়েড ও ১টি বাটন মোবাইল জব্দ করা হয়।
আটককৃত মাদক কারবারি হলেন, ওই এলাকার মৃত আবদুল জাব্বারের ছেলে মঞ্জুর আলম প্রকাশ মঞ্জুর মিস্ত্রি (৫০)।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত মাদক কারবারি মঞ্জুরকে জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে টেকনাফ সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে এবং বিভিন্ন পন্থায় স্থানীয় এলাকাসহ টেকনাফ ও কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে ইয়াবা বিক্রয়ের কথা স্বীকার করে।
উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত মাদক কারবারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-