চকরিয়া প্রতিনিধি :
দীর্ঘ ৪ বছর ধরে পলাতক থাকার পরে ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. খোকন প্রকাশ গুরা মিয়াকে (৩৮) বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেফতার করেছে চকরিয়ার হারবাং পুলিশ ফাঁড়ির চৌকস আভিযানিক দল ।
গতকাল ১৮ ডিসেম্বর (সোমবার) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার ফাঁসিয়া খালী ইউনিয়নের হাজিয়ান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত গুরা মিয়া ওই এলাকার মৃত আবছার উদ্দিনের ছেলে।
অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী।
তিনি বলেন, প্রতিবেশি এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় আসামি মো.খোকনের বিরুদ্ধে ২০১৯ সালে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রুজু করা হয়। পরে দায়েরকৃত ওই মামলায় আদালত কর্তৃক আসামী খোকনকে যাবজ্জীবন সাজা প্রদান করা হয়। সাজাপ্রাপ্ত হওয়ার থেকে আসামি পুলিশের গ্রেফতার এড়াতে দীর্ঘদিন পলাতক ছিলো।
পরে গোপন সংবাদের ভিত্তিতে হারবাং পুলিশ ফাঁড়ির এসআই মহসীন চৌধুরী ও তার সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে আটক করে।
তিনি আরও বলেন, আটক গুরা মিয়ার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-