টেকনাফ সংবাদদাতা :
কক্সবাজারের টেকনাফে সাড়ে ৬ হাজার ইয়াবাসহ আসাদুল্লাহ (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
গ্রেপ্তার আসাদুল্লাহ উপজেলার সাবরাং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড শাহপরীরদ্বীপ বাজার পাড়ার মৃত মৌলভী দলিলুর রহমানের ছেলে।
রবিবার (১৭ ডিসেম্বর) পৌরসভার শাপলা চত্বর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসমান গনি।
তিনি জানান, গতকাল রবিবার একটি প্রাইভেটকার ঝর্ণা চত্বর থেকে মেরিন ড্রাইভের দিকে যাওয়ার সময় পৌরসভার শাপলা চত্বর এলাকায় থামানোর সংকেত দিলে গাড়িটি থেকে নেমে এক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। ধাওয়া দিয়ে আসাদুল্লাহ নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পরে গাড়িটি থেকে সাড়ে ৬ হাজার ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায় মাদক আইনে মামলা রুজু করে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-