বান্দরবানে তিন ইটভাটাকে ৩ লাখ টাকা জরিমানা

বান্দরবান প্রতিনিধি :

বান্দরবানের লামার যৌথভাবে অভিযান চালিয়ে তিনটি ইটভাটাকে জরিমানা করেছে লামা উপজেলা প্রশাসন ও লামা বন বিভাগ।

সোমবার (১৮ ডিসেম্বর) বিকালে ফাইতং ইউনিয়নের ইটভাটায় অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) এস এম রাহাতুল ইসলাম।

এছাড়াও লামা বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা একেএম আতা এলাহি, পুলিশ এবং ফায়ার সার্ভিসের টিম এই অভিযানে অংশ নেন।

প্রশাসনের সূত্রে জানা গেছে, ফাইতং ইউনিয়নের অবৈধ ইটভাটায় যৌথভাবে অভিযান পরিচালনা করা হয়। এসময় অনুমতি ছাড়া ইটভাটা পরিচালনা করার দায়ে তিনটি ভাটাকে ১ লাখ টাকা করে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ অনুবলে বিবিএম ব্রিকস্, এসকেবি ব্রিকস্ ও এসএবি ব্রিকস্ এর মালিককে জরিমানা করা হয়।

লামা সদর রেঞ্জ কর্মকর্তা একেএম আতা এলাহি বলেন, বনের কাঠ না পুড়াতে ইতোমধ্যে বন বিভাগের পক্ষ থেকে সব ইটভাটা মালিককে নোটিশ দেয়া হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) এস এম রাহাতুল ইসলাম জানান, অভিযান চালিয়ে তিনটি ইটভাটাকে জরিমানা কর হয়েছে। আগামীতে এই অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর