টেকনাফে ৫০ হাজার ইয়াবা উদ্ধার : আটক ৩

টেকনাফ প্রতিনিধি :

টেকনাফে অভিযান পরিচালনা করে ৫০ হাজার ইয়াবাসহ ৩ রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছে র‍্যাপিড একশ্যান ব্যাটালিয়ন র‍্যাব -১৫।

সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারস্থ র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী।

আটককৃতরা হলেন টেকনাফ জাদিমোড়াস্থ ২৭ নম্বর ক্যাম্পের মৃত মীর আহমদের ছেলে কামাল হোসেন (২৪), একই ক্যাম্পের রশিদ আহমেদের ছেলে আব্দু রাজ্জাক (৩৭) ও মৃত নজির হোসেনের ছেলে কামাল হোসেন (২৮)।

কক্সবাজারস্থ র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী জানান, রোববার বিকেলে কক্সবাজার-টেকনাফ সড়কের জাদি পাহাড়ের প্রধান গেইটে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে র‌্যাব। একপর্যায়ে একটি সিএনজি অটোরিক্শাকে তল্লাশীকালে যাত্রীবেশে থাকা ৩ জন যাত্রীর গতিবিধি সন্দেজনক হওয়ায় জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদেরকে রোহিঙ্গা নাগরিক বলে স্বীকার করে এবং তাদের দেহ ও সাথে থাকা পলিব্যাগ তল্লাশী করে ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে ৪টি মোবাইল ফোন, ৫টি সীম কার্ড ও নগদ ৩ হাজার ১০০ টাকা জব্দ করা হয়।”

মোঃ আবু সালাম চৌধুরী জানান, জিজ্ঞাসাবাদে আটকরা তাদের ইয়াবা কেনা-বেচা চক্রের আরও এক রোহিঙ্গাসহ তিনজন পলাতক মাদক কারবারীর নাম-ঠিকানা প্রকাশ করে।

তারা জানায়, মিয়ানমারের নাগরিক হওয়ায় নিজ দেশের বিভিন্ন এলাকা ও সেখানকার পরিস্থিতি ছাড়াও দীর্ঘদিন ধরে রোহিঙ্গা ক্যাম্পে অবস্থান করায় এখানকার পরিবেশ সম্পর্কে তারা ধারণা লাভ করে। এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মাদক কারবারী চক্রটি স্থানীয় মাদক কারবারীদের সহায়তায় দীর্ঘদিন ধরে কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা পাচার করে আসছিল।

  1. পলাতক অজ্ঞাত মাদককারবারিদের পূর্ণাঙ্গ নাম ঠিকানা সংগ্রহসহ আটকে অভিযান অব্যাহত আছে। আর আটকদের বিরুদ্ধে মামলা করে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

আরও খবর