গিয়াস উদ্দিন ভুলু, কক্সবাজার জার্নাল :
টেকনাফ থানা পুলিশের চৌকস সদস্যরা এক কারবারীর বসত বাড়ীতে অভিযান চালিয়ে মাদকের বড় চালান উদ্ধার করেছে। এসময় মাদক ব্যবসায় জড়িত এক নারী কারবারীকেও আটক করতে সক্ষম হয় পুলিশ।
পুলিশের পাঠানো প্রেস বার্তা সূত্রে জানা যায়, গোপন সংবার মাধ্যমে খবর পেয়ে মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ওসমান গনি নেতৃত্বে ১৫ ডিসেম্বর (শুক্রবার) গভীর রাতে টেকনাফ পৌরসভা ইসলামাবাদ এলাকায় ইসমাঈল নামে এক মাদক কারবারীর বসতবাড়ীতে অভিযানে গেলে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে কারবারী ইসমাঈল পালিয়ে যায়। বাড়ীতে থাকা তার স্ত্রী হুমায়রা আক্তার(৩০)কে গ্রেফতার করে পুলিশ। এরপর ধৃত নারীর স্বীকারোক্তী মোতাবেক গোপন স্থানে মজুদ করে রাখা ৯৩৪ ক্যান বিয়ার ও ৩৪ বোতল বিদেশী মদ উদ্ধার করতে সক্ষম হয়।
মাদক কারবারে জড়িত দুই স্বামী-স্ত্রী হচ্ছে, পৌরসভা ৪নং ওয়ার্ড পশ্চিম ইসলামাবাদ এলাকার মৃত আব্দুল মোনাফ’র পুত্র মোহাম্মদ ইসমাঈল (৪০), তার স্ত্রী হুমায়রা আক্তার(৩০)।
সত্যতা নিশ্চিত করে ওসি মুহাম্মদ ওসমান গনি বলেন, অভিযান চলাকাকালীন সময়ে পালিয়ে যাওয়া মাদক কারবারী ইসমাঈলের অজ্ঞাতনামা আরো দুই কারবারী পালিয়ে গেছে। আটক, পলাতক ও অজ্ঞাতনামসহ ৪ জন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি পলাতক আসামীদের গ্রেফতার করার জন্য পুলিশ সদস্যদের মাদক বিরোধী চলমান অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-