টেকনাফে ধরাছোঁয়ার বাইরে মূলহোতারা: ফের মাদকের বড় চালান উদ্ধার!

গিয়াস উদ্দিন ভুলু, কক্সবাজার জার্নাল :


টেকনাফ থানা পুলিশের হাতে ধরা পড়েছে সিএনজি ভর্তি বিপুল পরিমান মদ,বিয়ার ও ইয়াবার চালান করা হয়েছে। এসময় মাদক কারবারে জড়িত শাকের নামে এক ব্যাক্তিও গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

পুলিশের পাঠানো প্রেস বার্তায় দেখা যায়, ১৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) গভীর রাতের দিকে গোপন সংবাদে তথ্য পেয়ে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ওসমান গনির নেতৃত্বে পুলিশের একটি চৌকষ দল সাবরাং ইউপি ৩নং ওয়ার্ড মগপাড়া নামক এলাকায় ৩ ঘন্টা ব্যাপি সাঁড়াশী অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবা, ১৩৬ বোতল বিদেশী মদ, ৫৭৬ ক্যান বিয়ার ভর্তী একটি সিএনজি জব্দ করতে সক্ষম হয়। এসময় মাদক পাচারকারী দলের অন্যতম এক সদস্যকে আটক করে। পাশাপাশি মাদক বহনে ব্যবহার কক্সবাজার থ-১১-১৩৯১ নংর সিএনজি গাড়ীটিও জব্দ করা হয়।

ধৃত ব্যাক্তি হচ্ছে, সাবারাং পুরানপাড়া এলাকার সালামত উল্লাহ পুত্র মোঃ শাকের (৪৩)।

অভিযানের সত্যতা নিশ্চিত করে ওসি মুহাম্মদ ওসমান গণী আরও জানান, আটক মাদক পাচারকারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়ে হয়েছে। উদ্ধার হওয়া মাদকের চালানটির সাথে জড়িত পলাতক মাদক কারবারীদের আইনের আওতাই নিয়ে আসার জন্য পুলিশে চলমান অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এদিকে সাবরাং ইউপির স্থানীয় কয়েক জন সচেতন ব্যাক্তির সাথে কথা বলে জানা যায়, বর্তমান মাদক কারবারে জড়িত গডফাদাররা আড়ালে থেকে অসহায় গরীব মানুষ গুলোকে টাকার লোভে পেলে বাহক বানিয়ে চালিয়ে যাচ্ছে মাদক পাচার।

তারা দু:খ প্রকাশ করে আরও বলেন, যতদিন মাদক কারবারী মূল হোতারা আইনের আওতাই না আসবে ততদিন টেকনাফবাসী মাদকের করাল গ্রাস থেকে মুক্তি পাবেনা।

আরও খবর