উখিয়া প্রতিনিধি :
উখিয়ার নতুন ইউএনও হিসাবে ১২ ডিসেম্বর যোগদান করেছেন বিসিএস (প্রশাসন) ৩৪তম ব্যাচের সদস্য তানভীর হোসেন।
৮ ডিসেম্বর চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ শামীম আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তানভীর হোসেনকে উখিয়া উপজেলায় ইউএনও হিসাবে পদায়ন করা হয়।
বাংলাদেশ নির্বাচন কমিশনের সম্মতিক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনা মতে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
কক্সবাজারের উখিয়ার নতুন ইউএনও পদে নিয়োগ পাওয়া তানভীর হোসেন ইতিপূর্বে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম এর ইউএনও হিসাবে কর্মরত ছিলেন।
চৌদ্দগ্রামে তিনি ২০২২ সালের ২২ মার্চ থেকে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি কক্সবাজারের চকরিয়া উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসাবে দীর্ঘ ২ বছর দায়িত্ব পালন করেছেন।
তানভীর হোসেন বিসিএস (প্রশাসন) ৩৪তম ব্যাচের একজন সদস্য। তাঁর নিজের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায় এবং শ্বশুর বাড়ি চট্টগ্রাম জেলায়।
অপরদিকে, উখিয়ার সদ্য বদলী হওয়া ইউএনও ইমরান হোসাইন সজীবকে চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলায় নতুন ইউএনও হিসাবে যোগদান করেছেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-