টেকনাফে ব্যাগভর্তি ইয়াবা উদ্ধার: পলাতক ৩ কারবারির বিরুদ্ধে মামলা!

গিয়াস উদ্দিন ভুলু, কক্সবাজার জার্নাল :


টেকনাফের শাহপরীর দ্বীপে পুলিশ সদস্যরা মাদক বিরোধী একটি অভিযান পরিচালনা করে কারবারীদের ফেলে যাওয়া ৩০ হাজার ইয়াবা উদ্ধার করেছে।

সূত্রে জানা যায়, গত রবিবার দুপুর দেড়টার দিকে শাহপরীর দ্বীপ তিন রাস্তার মাথা বাজারের পশ্চিমে মোহাম্মদ আলী মার্কেট সংলগ্ন এলাকায় এ ঘটনাটি ঘটেছে।

সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ওসি মো.ওসমান গনি জানান, শাহপরীর দ্বীপ মাঝের পাড়া থেকে একদল ইয়াবা কারবারি ইয়াবা ক্রয় করে বাজারের দিকে আসছে এমন গোপন সংবাদ পৌঁছে পুলিশের কাছে। খবর পেয়ে শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই তারেক মাহমুদ এর নেতৃত্বে পুলিশের একটি টীম রাস্তার মাথা বাজারের পশ্চিমে মোহাম্মদ আলী মার্কেট সংলগ্ন এলাকায় অস্থায়ী তল্লাশি পোস্ট স্থাপন করেন। এসময় দুইজন যাত্রী নিয়ে একটি মিনি টমটম গাড়ির গতিবিধি সন্দেহজনক হলে টমটমটি তল্লাশির জন্য থামানোর সংকেত দেয়া হয়।

এসময় পুলিশের অবস্থান বুঝতে পেরে তাদের হাতে থাকা একটি পলিথিনের ব্যাগ ফেলে কারবারীরা কৌশলে পালিয়ে যায়। তাদের ফেলে যাওয়া ব্যাগটি তল্লাশি করে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

তিনি আরও জানান, ইয়াবা উদ্ধারের ঘটনায় সংশ্লিষ্ট ধারায় তিন মাদক কারবারীকে পলাতক আসামি করে মামলা দায়েরবকরা হয়েছে। তাদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর