নিজস্ব প্রতিবেদক :
উখিয়ায় বর্ণাঢ্য আয়োজনে উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের উদ্যোগে বেগম রোকেয়া দিবস উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার (৯ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে চার জয়িতাকে শ্রেষ্ঠ জয়িতা হিসেবে সংবর্ধনা দেওয়া হয়েছে।
চার ক্যাটাগরিতে পুরস্কৃত চার নারী হলেন- অর্থনৈতিক ক্ষেত্রে সফলতা অর্জনকারী শামীমা ইসরাত, সফল জননী গোলজার বেগম ও সমাজ উন্নয়নে সাফল্য অর্জনকারী আমেনা ইসলাম মিনা এবং নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করা লাইলা বেগম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জয়িতাদের পুরস্কার তুলে দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।
উপজেলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালেহ আহমদের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা জাহানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. বদরুল আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আয়ুব আলী, উখিয়া বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসাইন সিরাজী, এস আই মনোজ কান্তি কুরী প্রমুখ।
এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, নিজ নিজ ক্ষেত্রে অবদান রেখে সমাজ ও নিজের জীবনে ইতিবাচক পরিবর্তন করেছেন চার জয়িতা। তাদের এসব কর্মকাণ্ড পর্যবেক্ষণ শেষে আমরা তাদের ২০২২-২৩ সালের শ্রেষ্ঠ জয়িতা ঘোষণা করেছি। আমরা বিশ্বাস করি, তাদের সংগ্রামী জীবন অন্য অনেক নারীর জন্য প্রেরণা হয়ে উঠবে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালেহ আহমদ বলেন, জীবনের বাধা-বিপত্তি ঠেলে মনোবল নিয়ে কাজ করলে সফলতা আসবেই। সমাজের অবহেলিত নারীদের স্বাবলম্বী করতে কাজ করার মাধ্যমে অন্য নারীও এগিয়ে আসুক।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি কর্মকর্তা, এনজিও কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, নারী নেত্রী, নারী উদ্যোক্তাসহ অনেকেই উপস্থিত ছিলেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-