কক্সবাজার প্রতিনিধি :
চকরিয়ার ডুলাহাজারায় সকালে ট্রেন দেখতে যাওয়ার পথে বাস চাপায় প্রবাসী নাসিরের দুই শিশুর মৃত্যু। একই ঘটনায় তার ভাতিজা গুরুতর আহত হয়ে হাসপাতাল ভর্তি আছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে চকরিয়া উপজেলার ডুলাহাজরায় এ দুর্ঘটনা ঘটে।
মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি সকালে দুই ভাই-বোনের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। পরে বিস্তারিত জানানো হবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-