নিজস্ব প্রতিনিধি •
জাতীয় দৈনিক রুপালি বাংলাদেশ এর কক্সবাজার ব্যুরো প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন কক্সবাজারের প্রগতিশীল সিনিয়র সাংবাদিক শাহজাহান চৌধুরী শাহীন।
মঙ্গলবার নিয়োগের বিষয়টি নিশ্চিত করেন রূপালী বাংলাদেশ এর সম্পাদক করিম আহম্মেদ।
এছাড়া তিনি বৈশাখী টেলিভিশনের কক্সবাজার জেলা প্রতিনিধি এবং ইংরেজি দৈনিক দ্যা ডেইলি ট্রাইবুনাল এর কক্সবাজারস্থ স্টাফ রিপোর্টার পদে কর্মরত আছেন।
তিনি দীর্ঘ দুই যুগ ধরে তিনি জাতীয়, আঞ্চলিক ও স্থানীয় পত্রিকার সাথে যুক্ত থেকে সৎ ও দক্ষতার সাথে সাংবাদিকতায় নিয়োজিত রয়েছেন। তিনি কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সদস্য। সার্বিক দায়িত্ব পালনে তিনি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-