আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল :
কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (৮ এপিবিএনের) সদস্যরা।
সোমবার (৪ ডিসেম্বর) রাত সাড়ে ১১টায় উপজেলার পালংখালীর ক্যাম্প সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃত দুজন হলেন- উপজেলার পালংখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মনসুর আলীর ছেলে মো. শাহাজাহান (৩৩) ও একই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মৃত জাফরের ছেলে মো. রশিদ (২০)।
৮ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. আমির জাফর বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দুই সন্ত্রাসীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি ওয়ান শুটারগান, ৯ রাউন্ড গুলি এবং ৩টি তরবারি উদ্ধার করা হয়।
এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান এপিবিএন অধিনায়ক মো. আমির জাফর।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-