আবু সায়েম, কক্সবাজার •
কক্সবাজার উত্তর বনবিভাগের আওতাধীন জোয়ারিয়ানালা রেঞ্জের বিভিন্ন সৃজিত বাগান পরিদর্শন করেছেন কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বনকর্নকর্তা মোঃ আনোয়ার হোসেন সরকার ।
২৯ নভেম্বর ( বুধবার) জোয়ারিয়ানালা রেঞ্জের জোয়ারিয়ানালা বিটে ২০২২-২০২৩ আর্থিক সনে সবুজবেস্টনী প্রকল্পের আওতায় সৃজিত ১০.০ হেক্টর দীর্ঘমেয়াদী ও সুফল প্রকল্পের আওতায় ৪০.০ হেক্টর এনরিচমেন্ট, ১০.০ হেক্টর বিরল ও বিপন্ন, ৪৫০.০ হেক্টর এফজিএস বাগান পরিদর্শন করেন কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন সরকার।
এসময় সহকারী বনসংরক্ষক ডঃ প্রান্তোষ চন্দ্র রায়,জোয়ারিয়ানালা রেঞ্জ কর্মকর্তা কে এম কবির উদ্দিন, বিট কর্মকর্তা ও রেঞ্জের স্টাফগণ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে বিভাগীয় বন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন সরকার সৃজিত বাগানের সফলতার কার্যক্রম দেখে তিনি সংশ্লিষ্ট রেঞ্জ কর্মকর্তার প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন এবং সৃজিত বাগান সমূহকে শতভাগ সফল বাগানে পরিণত করতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন ।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-