ক্যাম্পে বাড়িতে ঢুকে রোহিঙ্গাকে গুলি করে হত্যা!

আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল :

কক্সবাজারের উখিয়ার ক্যাম্পে ঘরে ঢুকে গুলি করে এক রোহিঙ্গাকে গুলি হত্যা করেছে দুর্বৃত্তরা।

৩০ নভেম্বর (বৃহস্পতিবার) ভোর রাতে উপজেলার কুতুপালং ৪ নম্বর ক্যাম্পের ব্লক ই/৪ এলাকায় ঘটনা ঘটে বলে জানিয়েছেন উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. শামীম হোসেন।

নিহত সৈয়দ আলম (২৪) ওই ক্যাম্পের মোহাম্মদ মুচির ছেলে।

উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. শামীম হোসেন জানান, বৃহস্পতিবার ভোর আনুমানিক ৬টা ১৫ মিনিটের দিকে কুতুপালং ৪ নম্বর ক্যাম্পের ই/৪ ব্লকে অজ্ঞাত ১০/১৫ জন রোহিঙ্গা সন্ত্রাসী অতর্কিতভাবে সৈয়দ আলমের বাড়িতে ঢুকে কথা ছাড়ায় গুলি চালিয়ে পালিয়ে যায়। পরে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে নিকটস্থ আইওএম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।

প্রাথমিক তথ্যমতে আধিপত্য বিস্তারের জেরে এ ঘটনা ঘটে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

আরও খবর