ইমরান আল মাহমুদ, কক্সবাজার জার্নাল •
উখিয়ায় পাহাড়ের টিলা থেকে পড়ে ১০বছর বয়সী একটি বাচ্চা হাতির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে কক্সবাজার দক্ষিণ বনবিভাগের ইনানী রেঞ্জের ছোয়ানখালী বিটের গলাচিপা এলাকায়। হাতির মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেন ইনানী রেঞ্জ কর্মকর্তা ফিরোজ আল আমিন।
স্থানীয় সূত্রে জানা যায়,সোমবার সকালে পাহাড় থেকে গন্ধ বের হলে স্থানীয়রা ঘটনার সন্ধানে ছুঁটে যায়। পরে হাতি মৃত অবস্থায় দেখতে পেয়ে বনবিভাগকে খবর দেয়।
ইনানী রেঞ্জ কর্মকর্তা ফিরোজ আল আমিন জানিয়েছেন,”সোমবার সকাল ১১টার দিকে ছোয়ানখালী বিটের গলাচিপা এলাকায় হাতির মৃত্যুর খবর পেলে সেখানে গিয়ে রহস্য উদঘাটনের জন্য বঙ্গবন্ধু সাফারি পার্কের ভেটেরিনারি সার্জনের সহযোগিতা নিই। সার্জন এসে যেটি জানিয়েছেন সেটি হচ্ছে, হাতিটি ১০-১২ বছর বয়সের। পাহাড়ের টিলা থেকে পড়ে মৃত্যু হয়েছে।”
রেঞ্জ কর্মকর্তা আরও বলেন,” ধারণা করা হচ্ছে হাতিটি খাবারের সন্ধানে ছুঁটে চলে মা ও দলের সাথে। তখনই উঁচু পাহাড়ের টিলা থেকে পড়ে যায় হাতিটি। পরে চেষ্টা করে উঠতে না পেরে মৃত্যু হয়। বনবিভাগের স্টাফ ও স্থানীয়দের সহযোগিতায় সার্জনের পরামর্শে ঐ স্থানে হাতিটি মাটির নিচে পুঁতে ফেলা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-