উখিয়ায় পৃথক অভিযানে অস্ত্র, গুলি ও ইয়াবা উদ্ধার, গ্রেফতার-২

ইমরান আল মাহমুদ, কক্সবাজার জার্নাল :


উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পৃথক অভিযান পরিচালনা করে অস্ত্র,গুলি ও ইয়াবা উদ্ধার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন(এপিবিএন) সদস্যরা।

রবিবার(২৬ নভেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ৮এপিবিএন অধিনায়ক(অতিরিক্ত ডিআইজি) মো. আমির জাফর। তিনি জানান,”রবিবার দিবাগত রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প-৮ ইস্টের বি-২৬ ব্লকে একটি বসতঘরে অভিযান পরিচালনা করে ১টি ওয়ানশুটারগান ও ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এসময় একই ব্লকের মোহাম্মদ আয়াছের ছেলে রহমত উল্লাহ(২৪) কে গ্রেফতার করতে সক্ষম হয়। একইদিন সকাল সাড়ে ৬টার দিকে ক্যাম্প-৮ ইস্টের বি-৬১ ব্লকে অভিযান পরিচালনা করে ৮হাজার পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রোহিঙ্গা আবু তৈয়ব(২৭) ঐ ক্যাম্পের মোহাম্মদুল হকের ছেলে।
পৃথক অভিযানের পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান অতিরিক্ত ডিআইজি মো. আমির জাফর।

তবে, ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৮ এপিবিএন সবসময় সজাগ রয়েছে বলে জানান তিনি।

আরও খবর