উখিয়ায় পাহাড় কাটার দায়ে দুজন গ্রেফতার!

উখিয়া প্রতিনিধি:


উখিয়ায় রাজাপালং ইউনিয়নের দরগাহবিল এলাকায় পাহাড় কাটার দায়ে দুইজনকে গ্রেফতার করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (২২ নভেম্বর) দুপুর ৩টার দিকে বনবিভাগের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজীব।

অভিযানে গ্রেফতারকৃতরা হলো, দরগাহবিল এলাকার শাহজাহানের ছেলে মো. শাকিল ও আব্দুল খালেকের ছেলে মোহাম্মদ শফি আলম। অভিযানে উখিয়া সদর বিট কর্মকর্তা ইমদাদুল হাসান রনি ও দোছড়ি বিট কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদুজ্জামান সহ স্টাফবৃন্দ উপস্থিত ছিলেন।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম বলেন,”বুধবার দুপুরে উখিয়া রেঞ্জের আওতাধীন উখিয়া সদর বিটের পূর্ব দরগাহবিল এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজিব। অভিযানে দুজনকে গ্রেফতার করে জরিমানা আদায় করা হয় এবং পাহাড় কাটায় জড়িতদের তথ্য অনুসন্ধান করে বন আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উখিয়ার ইউএনও ইমরান হোসাইন সজীব বলেন,” গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে দুজনকে গ্রেফতার করে পরিবেশ আইনে মোবাইল কোর্টের মাধ্যমে ১০হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানকালে ৪শ ফুট পাইপ সহ অবৈধভাবে বালি উত্তোলনের জন্য মজুদ রাখা সরঞ্জাম জব্দ করা হয়। উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।”

আরও খবর