র‍্যাবের পৃথক অভিযানে ৫০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি ধরা!

আবু সায়েম,কক্সবাজার •

র‌্যাবের পৃথক অভিযানে ৫০ হাজার পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

কক্সবাজারের টেকনাফ উপজেলার খয়রাতিপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব-১৫’ র একটি আভিযানিক দল গোয়েন্দা তৎপরতা ও নজরদারির প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে ২১ নভেম্বর ( মঙ্গলবার) ভোরে টেকনাফের সাবরাং ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের খয়রাতি পাড়া এলাকার আব্দুল গফুরের বসত ঘরে অভিযান পরিচালনা করেন।

এসময় বসত ঘরের উত্তর পাশে বিশেষ কায়দায় লোকানো অবস্থায় ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ইয়াবা উদ্ধারের পাশাপাশি উক্ত ইয়াবার সাথে সংশ্লিষ্ট মৃত হাবিবুর রহমানের পুত্র আব্দুল গফুর (৫২) কে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আব্দুল গফুর অবৈধভাবে পার্শ্ববর্তী সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবার চালান সংগ্রহপূর্বক নিজের হেফাজতে বসত ঘর’সহ বিভিন্ন স্থানে মজুদ করে থাকে।

পরবর্তীতে প্রশাসনের গ্রেফতার এড়াতে তার সুবিধামত মজুদকৃত ইয়াবার চালানগুলো বিভিন্ন পন্থা অবলম্বন করে অত্যন্ত কৌশলে স্থানীয় এলাকাসহ টেকনাফ ও কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল বলে জানা যায়।

র‌্যাব আরো জানায়, র‌্যাব-১৫, কক্সবাজার দায়িত্বপূর্ণ এলাকার অপরাধ নির্মূলে প্রতিনিয়ত অবদান রেখে চলেছে। র‌্যাব-১৫ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব বদ্ধ পরিকর।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৫, কক্সবাজার দায়িত্বপূর্ণ এলাকায় মাদকসহ হত্যা, ধর্ষণ, অপহরণ, অস্ত্রধারী সন্ত্রাসী, ডাকাতি, চুরি-ছিনতাই, বিভিন্ন মামলার এজাহারভুক্ত/গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী গ্রেফতার এবং সমাজে বিরাজমান বিভিন্ন অপরাধ দমনে আন্তরিকতার সহিত নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

অতিরিক্ত পুলিশ সুপার ( ল এন্ড মিডিয়া) আবু সালাম চৌধুরী জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবাসহ মাদক কারবারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

আরও খবর