বুকে গুলি চালিয়ে পুলিশ সদস্যের আত্মহত্যার চেষ্টা

ডেস্ক রিপোর্ট :

কাউখালী উপজেলার বেতবুনিয়ায় ভূ–উপগ্রহ কেন্দ্রে এক পুলিশ সদস্য নিজের বুকে অস্ত্র ঠেকিয়ে গুলি করে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে। তার নাম মো. মোতাহের হোসেন। তিনি খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার মদ্যমনা পাড়ার মৃত শীষ মোহাম্মদের ছেলে। পারিবারিক কারণে গতকাল শনিবার বিকেলে তিনি এ ঘটনা ঘটান বলে জানা যায়।

কাউখালী থানার অফিসার ইনচার্জ পারভেজ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গুলিতে আহত পুলিশ কনস্টেবল (কং নং/২৮৭৩) মোতাহের হোসেনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পারিবারিক সমস্যার কারণে ঘটনাটি ঘটিয়েছেন বলে জানা গেছে প্রাথমিকভাবে। রাত সাড়ে ৯টায় এ রিপোর্ট লেখার সময় ওসি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ফোনে জানিয়েছেন, মোতাহেরের অপারেশন চলছে।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বেতবুনিয়া ভূ–উপগ্রহ কেন্দ্রের পাহাড়ের উপর টাওয়ার পোস্টে দায়িত্ব পালন করছিলেন মোতাহের। দায়িত্ব শেষে নিজ রুমে এসে বিছানায় বসে নিজের নিকট থাকা রাইফেল দিয়ে বুকের ডান পার্শ্বে একটি গুলি করে। গুলির শব্দ পেয়ে সাথে থাকা অন্যান্য পুলিশ সদস্য এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রথমে পার্শ্ববর্তী রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ ও পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

আরও খবর