কক্সবাজার জার্নাল ডেস্ক •
সমুদ্র নগরী কক্সবাজার জেলার উখিয়াস্থ জালিয়াপালং ইউনিয়নের পূর্ব পাইন্যাশিয়া শান্তি নিকেতন বৌদ্ধ বিহারে প্রতি বছরের ন্যায় এ বছরেও মহাসমারোহে উদযাপিত হয়েছে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব।
বুধবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে নয়টায় দূর দূরান্ত থেকে আগত পূজ্যষ্পদ ভিক্ষুদের পুষ্পমাল্য দিয়ে বরণের মাধ্যমে উক্ত অনুষ্ঠানের শুভ সূচনা হয়।
এসময় বাবু প্রদত্ত বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উদ্ধোধকের ধর্মদেশনা প্রদান করেন, মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহারের পরিচালক ভদন্ত জ্যোতিঃ প্রজ্ঞা মহাথেরো।
প্রধান ধর্মদেশকের দেশনা প্রদান করেন, জ্ঞানসেন বৌদ্ধ ভিক্ষু-শ্রামণ প্রশিক্ষণ ও সাধনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা, পরিচালক ভদন্ত কুশলায়ন মহাথেরো। বিশেষ ধর্মদেশকের দেশনা প্রদান করেন, লামা তপোবন বিদর্শন ধ্যান কেন্দ্রের উপ-পরিচালক সাধক ভদন্ত বিমলানন্দ থেরো মহোদয়, উখিয়া সংঘরাজ ভিক্ষু সমিতির সাধারণ সম্পাদক ভদন্ত জ্যোতিঃ প্রিয় থেরো।
এসময় আশীর্বাদক হিসেবে কক্সবাজার জয়সুখ বৌদ্ধ বিহারের পরিচালক ভদন্ত জ্ঞানবংশ মহাথেরো, ব্রম্মপুত্র মহাথেরো, প্রজ্ঞাবোধি মহাথেরো, জ্যোতিঃ ধর্ম থেরো সহ আরও প্রাজ্ঞ পন্ডিত ভিক্ষু সংঘ উপস্থিত ছিলেন।
মধ্যাহ্ন ভোজনের পর উদীয়মান কিশোর-কিশোরীদের ধর্মীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হওয়া দ্বিতীয় পর্বের সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া সংঘরাজ ভিক্ষু মহাসভার সভাপতি ভদন্ত ধর্মপাল মহাথেরো।
এসময় উদ্ধোধনী ধর্মদেশনা প্রদান করেন রেজুরকুল ধর্মাশোক ধাতুচৈত্য বৌদ্ধ বিহারের অধিপতি ভদন্ত জ্ঞানীশ্বর মহাথেরো।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডাঃ শংকর বড়ুয়া।
এসময় প্রধান ধর্মদেশকের দেশনা প্রদান করেন পটিয়া বেণুবন মেডিটেশন সেন্টারের পরিচালক ভদন্ত আশিন জিনানন্দ মহাথেরো এবং বিশেষ ধর্মদেশক হিসেবে ফ্রান্স কুশলায়ন মেডিটেশন সেন্টারের পরিচালক ভদন্ত জ্যোতিঃ সার মহাথেরো ধর্মদেশনা প্রদান করেন।
উক্ত দান অনুষ্ঠানের প্রধান দাতা ছিলেন পাইন্যাশিয়া গ্রামনিবাসী বাবু জয়ন্ত বড়ুয়া।
উল্লেখ্য, বৌদ্ধ ভিক্ষুদের তিনমাস বর্ষাব্রত পালন শেষে সমগ্র বিশ্বের প্রতিটি বৌদ্ধ বিহারে আনুষ্ঠানিকভাবে পালিত হয় এই দানশ্রেষ্ঠ কঠিন চীবর দানোৎসব।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-