সংবাদ বিজ্ঞপ্তি :
পথচলার ১৫ বছর পূর্ণ করে ১৬ বছরে পা রাখলো কক্সবাজারের উখিয়ার কারিগরি ও আত্মনির্ভরশীল ব্যক্তি গড়ে তুলার প্রতিষ্টান নিশা কম্পিউটার ইন্সটিটিউট।
কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ দারিদ্রমুক্ত সমৃদ্ধ জীবন এই স্লোগানকে বুকে ধারণ করে ১১ নভেম্বর ২০০৮ সালে যাত্রা শুরু করে প্রতিষ্টানটি।
প্রতিষ্টানটির সিইও হেলাল উদ্দিন জানান, কারিগরি শিক্ষা এমন একটি শিক্ষা যা শিক্ষার্থীকে বাস্তব জীবনের সাথে সঙ্গতি রেখে প্রত্যক্ষ জীবিকা অর্জনে সহায়তা করে।
তিনি জানান, বাংলাদেশকে স্বাবলম্বী করতে কারিগরি শিক্ষার বিকল্প নেই। কারিগরি শিক্ষাকে বাদ দিয়ে বাংলাদেশকে উন্নত দেশের সাথে তুলনা করা সম্ভব না। বিশ্বে উন্নত দেশের দিকে খেয়াল করলে দেখা যায়, দক্ষিণ কোরিয়ায় ৯৬%, সিঙ্গাপুরে ৭৪%, ইউ কে তে ৪৩%, এবং আমাদের পাশ্ববর্তী দেশ ভারতে ২৭% এমন আরও অনেক উন্নত দেশের মানুষ কারিগরি শিক্ষায় অনেক এগিয়ে । কিন্তু বাংলাদেশে মাত্র ১৪% মানুষ কারিগরি শিক্ষায় শিক্ষিত । যত স্বাবলম্বী দেশ, তত বেশী কারিগরি শিক্ষায় শিক্ষিত। বর্তমান সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার প্রেক্ষিতে ডিজিটাল বাংলাদশে রূপান্তর করার স্বপ্ন বাস্তবায়নে আমরা ভূমিকা রেখে চলেছি। আমাদের এই পথচলায় সকল শুভাকাঙ্ক্ষী, ছাত্র-ছাত্রীদের, প্রতিষ্টানে কর্মরত প্রশিক্ষকদের প্রতি হৃদয় নিংড়ানো ভালোবাসা, শুভেচ্ছা ও অভিনন্দন রইলো।
তিনি আরও জানান, বর্তমানে আমাদের কম্পিউটার প্রশিক্ষণ, ড্রাইভিং প্রশিক্ষণ, ইলেকট্রিক্যাল হাউজ ওয়ারিং, মোবাইল ফোন সার্ভিসিং, ব্লক বাটিক, টেইলারিং, আরবি ভাষা শিক্ষা, স্পোকেন ইংলিশ ও বাচ্চাদের ইংরেজি শিখা সহ আরও প্রশিক্ষণ রয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-