নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজারে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতায় নির্মিত ১০ তলা বিশিষ্ট লিডারশীপ ট্রেনিং সেন্টার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার গনভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে কক্সবাজারের ৭১টি প্রকল্পসহ দেশব্যাপী বিভিন্ন মন্ত্রণালয়ের ১০ হাজার ৪১টি গ্রামীন অবকাঠামো ও উন্নয়ন প্রকল্পের সাথে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো শহিদুল আজম জানান, প্রশাসনিক দক্ষতা, আধুনিক ও স্মার্ট ব্যবস্থাপনাসহ সংশ্লিস্ট বিভিন্ন বিষয়ে প্রশিক্ষনের মাধ্যমে দেশের সকল জেলার শিক্ষা কর্মকর্তা,শিক্ষকদের গুণগত মানোন্নয়নের লক্ষে সরকার এটি স্থাপন করেছে।
শহরের রুমালিয়ারছড়ায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসের পাশে প্রায় ৬৩টি কোটি টাকা ব্যায়ে লিডারশীপ ট্রেনিং সেন্টারের নির্মাণ কাজ শুরু হয়েছিল ২০১৭ সালে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-