উখিয়া প্রতিনিধি •
কক্সবাজারের উখিয়ায় তিন রোহিঙ্গা যুবককে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় তাদের কাছ থেকে দুইটি ওয়ান শুটারগান এবং এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
শনিবার রাতে উখিয়ার ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- একই ক্যাম্পের রশিদ আহমদের ছেলে রমজান আলী, নুরুজ্জামানের ছেলে সলিম উল্লাহ এবং আবুল হাছিমের ছেলে মোহাম্মদ ইউনুছ।
এসব তথ্য নিশ্চিত করেছেন ১৪-এপিবিএন এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবাল।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালায় এপিবিএন। এ সময় দুইটি ওয়ান শুটারগান এবং এক রাউন্ড গুলিসহ তিন রোহিঙ্গা যুবককে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-