তুর্কী ও নিউজিল্যান্ড প্রতিনিধি দলের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন

বিশেষ প্রতিবেদক :

বাংলাদেশে নিযুক্ত তুর্কী ও নিউজিল্যান্ডের কূটনীতিকগণ কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। বুধবার (০৮ নভেম্বর) বেলা ১২ টার দিকে তুরস্কের রাষ্ট্রদূত রামিস স্যান উখিয়ার কুতুপালংস্থ ৬ নং ক্যাম্প ও দুপুর সাড়ে ১২ টার দিকে নিউজিল্যান্ডের ডেপুটি হাই কমিশনার কুতুপালংস্থ ৪ নং ক্যাম্প পরিদর্শনে আসেন।

দুপুরে তুরস্কের রাষ্ট্রদূত রামিস স্যান এর নেতৃত্বে ২ সদস্যের একটি প্রতিনিধি দল উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-০৬ এ/৪ ব্লকে অবস্থিত তার্কি ডিয়ানাত ফাউন্ডেশন পরিচালিত ফাতিমা আল ফিহরি মডেল বালিকা বিদ্যালয়, তার্কি ডিয়ানাত ফাউন্ডেশন পরিচালিত একই ক্যাম্পের এ/২ এবং এ/১১ ব্লকে আইলেন বয়েজ ও মিমার সিনান স্কুল পরিদর্শন করেন।

তুর্কী রাষ্ট্রদূত এ সময় উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং অধ্যয়নরত শিক্ষার্থীদের সাথে কুশলাদি বিনিময় করেন। এ সময় তুরস্কের রাষ্ট্রদূত রামিস স্যান এর সাথে তুরস্কের সরকারী সংস্থা টিকা’র ভাইস প্রেসিডেন্ট উমিত নাসি ইউরোলমাজ উপস্থিত ছিলেন।

এদিকে ভারতে নিযুক্ত নিউজিল্যান্ড হাই কমিশনের ডেপুটি হেড অব মিশন ব্যারেন্ট রাপসন এর নেতৃত্বে ২ সদস্যের একটি প্রতিনিধি দল উখিয়ার কুতুপালং মেগা রোহিঙ্গা ক্যাম্প-৪ পরিদর্শন করেন।

প্রতিনিধি দলটি বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে রোহিঙ্গা ক্যাম্প-৪ এর এ/১০ব্লকস্থ জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর-এর পরিচালিত ডাটা এন্ট্রি সেন্টার পরিদর্শন করে। উক্ত কূটনীতিকের সাথে ছিলেন ভারতস্থ নিউজিল্যান্ড হাই কমিশন অফিসের পলিসি অ্যাডভাইজর অর্পিতা বাসু। দুপুর আড়াইটার দিকে তারা কক্সবাজার ফিরে যান বলে এপিবিএন পুলিশ জানায়।

আরও খবর