চকরিয়ায় কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত

রাজু দাশ, চকরিয়া •


পুলিশ জনতা, জনতাই পুলিশ কমিউনিটি পুলিশং এর মূলমন্ত্র, শান্তি-শৃঙ্খলা সর্বত্র” এই স্লোগানকে রেখে কক্সবাজার জেলার চকরিয়া থানা কর্তৃক আয়োজিত র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১১টায় এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি থানা প্রাঙ্গণে থেকে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে থানার
হলরুমে আয়োজিত আলোচনা সভায় মিলিত হয়।

চকরিয়া থানা কমিউনিটি পুলিশের সভাপতি ও মানিকপুর-সুরাজপুর ইউপি চেয়ারম্যান আজিমুল হক আজিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম। স্বাগত বক্তব্য রাখেন চকরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাহাত উজ জামান।

এসময় উপস্থিত ছিলেন, চকরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ পদ্মালোচন বড়ুয়া সাবেক অধ্যাপক শাহাব উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জেসি চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু মুসা,পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটুসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার কাউন্সিলার, কমিউনিটি পুলিশিং এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় সাধারণ জনগণ ও পুলিশের সমন্বয়ে কমিউনিটি পুলিশিং ব্যবস্থা জোরদারের মাধ্যমে সমাজের অপরাধ দমন, বাল্যবিবাহ প্রতিরোধ, জঙ্গি দমন, মাদক নির্মূল, নারী-শিশুর প্রতি নির্যাতন প্রতিরোধ, সামাজিক সম্প্রীতি বজায় রাখাসহ বিভিন্ন দিকনির্দেশনামূলক বিষয়ে জনসচেতনতামূলক আলোচনা করা হয়।

এসময় ২০২৩ সালের চকরিয়া উপজেলার কমিউনিটি পুলিশিং সদস্য হিসেবে চকরিয়া থানা কমিউনিটি পুলিশিং ফোরামের সমন্বয়ে শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশ কর্মকর্তা থানার উপ পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম এর হাতে ক্রেস্ট এবং সার্টিফিকেট তুলে দেন।

আরও খবর