চকরিয়ায় ট্রাকের চাপায় নারী নিহত

মুকুল কান্তি দাশ, চকরিয়া :

কক্সবাজারের চকরিয়ায় ট্রাক-টমটম মুখোমুখি সংঘর্ষে ট্রাকের নিচে চাপা পড়ে ঝুমুর বেগম (৩০) নামে এক নারী নিহত হয়েছেন।

শুক্রবার দুপুর পৌনে একটার দিকে চিরিঙ্গা-মানিকপুর সড়কের পুলেরছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ঝুমুর বেগম উপজেলার সাহারবিল ইউনিয়নের মাইজঘোনা এলাকার কামাল উদ্দিনের স্ত্রী।

কাকারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহাবউদ্দিন বলেন, চিরিঙ্গা থেকে ব্যাটারী চালিত টমটম যোগে দুপুরে বাবার বাড়ি বেড়াতে যাওয়ার পথে কাকারা পুলেরছড়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ডাম্পার ট্রাকের সংঘর্ষে টমটম থেকে পড়ে যায় ঝুমুর।

এসময় ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যায় ঝুমুর।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে নারীর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক গাড়ি ধরতে পুলিশ চেষ্টা করছে।

আরও খবর