নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজারে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৪ দশমিক ৩৯৮ কেজি হেরোইন জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।
শুক্রবার (৩ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অধিনায়ক, কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী জানান, বিজিবি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসে করে হেরোইনের একটি চালান কক্সবাজারে প্রবেশ করবে।
এ পরিপ্রেক্ষিতে ব্যাটালিয়ন সদরের একটি দল কক্সবাজার সদর উপজেলার বাংলাবাজারের মহাসড়কে অবস্থান নেয়।
আনুমানিক সকাল ৮টা ৫০ মিনিটে কুষ্টিয়া থেকে কক্সবাজারগামী যাত্রীবাহী বাসটি বাংলাবাজারে এলে তল্লাশির জন্য থামানো হয়।
তল্লাশির সময় মালিকবিহীন একটি ব্যাগ থেকে ৪ দশমিক ৩৯৮ কেজি হেরোইন জব্দ করা হয়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-